Sunday, 16 May 2021

নোবেল পুরস্কারের নেপথ্যে কিছুকথা

 


বিঞ্জানের সেরার সেরা শিরোপা  কী ? অবশ্যই  নোবেল পুরস্কার। 



আলফ্রেড নোবেলের নামাঙ্কিত এ পুরস্কারের অস্তিত্বই  থাকত না,   যদি না সেদিন সকালে নিউজপেপার স্ট্যান্ডের দিকে চোখ যেত আলফ্রেডের । 1988 সালের 12ই জুন।  সকালে সংবাদ পত্রে বড় বড় হরফে নিজের নাম দেখে চমকে উঠলেন  আলফ্রেড নোবেল। ছাপা হয়েছে তারই মৃত্যু সংবাদ।  শিরোনামে লেখা "মৃত্যু নিয়ে ব্যবসা করা ব্যবসায়ীর মৃত্যু।" পত্রিকা ভূল করে আলফ্রেডের ভাইয়ের মৃৃত্যুুুুকে  তার সঙ্গে গুলিয়ে ফেলেছিল। কিন্ত আলফ্রেড      

 দ্য মার্চেন্ট অফ ডেথ ইজ ডেড -- শিরোনাম ফরাসি সংবাদপত্রে আলফ্রেড নোবেল নিজের মৃত্যু বিষয়ক সংবাদ পাঠের পর বিস্মিত হয়েছিলেন। 



 নোবেল  বুঝতে পারলেন  , তিনি মারা গেলে পৃথিবী তাকে কী ভাবে মনে রাখতে চলেছে। মৃত্যু ব্যবসায়ী! ঠিক করলেন,  নিজের ভাবমূর্তি বদলাতেই হবে। ফলত মানব দরদি আলফ্রেডের ছায়ায় হারিয়ে গেলেন বিঞ্জানী আলফ্রেড।  কী-না করেছেন তিনি একহাতে  ! 355 টি আবিষ্কারের পেটেন্ট,  লিখেছেন উপন্যাস,  কবিতা, নাটক। সাধে কি ভিক্টর হুগো তাকে ' ইউরোপের সবচেয়ে ধনী ভ্যাগাবন্ড' বলেছিলেন  ? 

পৃথিবীতে দুইবার করে নোবেল বিজয়ী চারজনের একজন।
                               মারি ক্যুরি




১৯০১ সালে নোবেল পুরস্কার প্রচলনের পর থেকে ২০১৯ পর্যন্ত ৪ জন বাঙালি ব্যক্তিত্ত্ব এই পুরস্কার জয় করেছেন। সর্বপ্রথম বাঙালি হিসাবে নোবেল পুরস্কার লাভ করেন রবীন্দ্রনাথ ঠাকুর, ১৯১৩ সালে, সাহিত্যে। পরবর্তীতে ১৯৯৮ সালে অমর্ত্য সেন অর্থনীতিতে এবং ২০০৬ সালে ড. মুহাম্মদ ইউনূস শান্তিতে এই পুরস্কার জয় করেন। ২০১৯ সালে পুনরায় অর্থনীতিতে নোবেল পান অভিজিৎ বন্দ্যোপাধ্যায়। আরো ১৩ জন ব্যক্তি মনোনয়ন পেয়েছেন।


বর্ষছবিনামদেশপুরস্কারপ্রাপ্তির কারণ
১৯১৩Rabindranath Tagore in 1909.jpgরবীন্দ্রনাথ ঠাকুরFlag of Imperial India.svg
ব্রিটিশ ভারত
তার কাব্যের অতি উচ্চমানের সংবেদনশীল, পরিশুদ্ধ ও সৌন্দর্য্যমণ্ডিত পংক্তির জন্য, যার মাধ্যমে তিনি অত্যন্ত দক্ষতার সাথে তার কাব্যিক চিন্তা-চেতনা নিজস্ব ইংরেজি শব্দে প্রকাশ করতে সমর্থ হয়েছেন, যা পশ্চিমা সাহিত্যেরই একটি অংশ হিসেবে পরিগণিত হয়েছে।
১৯৯৮Amartya Sen 20071128 cologne.jpgঅমর্ত্য সেনFlag of India.svg
ভারত
কল্যাণ অর্থনীতিতে মৌলিক অবদানের জন্য।
২০০৬Grameen Yunus Dec 04.jpgমুহাম্মদ ইউনুসFlag of Bangladesh.svg
বাংলাদেশ
ক্ষুদ্রঋণ ধারণার প্রতিষ্ঠায় অবদানের জন্য মুহাম্মদ ইউনূস এবং তার প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংক যৌথভাবে ২০০৬ সালে নোবেল শান্তি পুরস্কার লাভ করে ।
২০১৯Abhijit Banerjee FT Goldman Sachs Business Book of the Year Award 2011 (cropped).jpgঅভিজিৎ বন্দ্যোপাধ্যায়Flag of India.svg
ভারত
বিশ্বব্যাপী দারিদ্র্য দূর করার জন্য পরীক্ষামূলক পথ সন্ধানের স্বীকৃতি হিসেবে অর্থনীতিতে নোবেল পুরস্কার পান।

No comments:

Post a Comment